বগুড়ার সারিয়াকান্দিতে শাহাদৎ হোসেন নামে এক যুবলীগ নেতার গুদাম থেকে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১ হাজার ১৩০ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কালিতলা এলাকার একটি তিনতলা বাসার নিচে গুদাম থেকে চালগুলো জব্দ করা হয়।

জানা যায়, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় গুদামের মালিক যুবলীগ নেতা শাহাদৎ হোসেন ছিলেন না। পদ না থাকলেও তিনি সারিয়াকান্দি উপজেলা যুবলীগ নেতা হিসেবে পরিচিত।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম।