লকার কেটে ১৫০ ভরি সোনা নিয়ে গেল চোর
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯:২০
চট্টগ্রামের অভিজাত মেহেদীবাগ এলাকায় আবাসিক ফ্ল্যাটের লকার কেটে ১৫০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে নগরের আমিরবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাড়ির মালিক সারওয়ার আলম খান বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে শনিবার থানায় চুরির মামলা দায়ের করেছেন।
সারওয়ার আলম খান বলেন, শুক্রবার রাত ২ থেকে ৩টার মধ্যে চোররা আমার বাড়ির দ্বিতীয় তলায় প্রবেশ করে লকার কেটে ১৫০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। সকালে চুরির বিষয়টি আমাদের নজরে আসে। ঘটনাটি পুলিশকে জানিয়েছি।
নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বলেন, বাড়ির মালিক বাদী হয়ে একটি চুরির অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্প্রতি চট্টগ্রামে প্রায়ই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত বছরের ১৭ ডিসেম্বর নগরের ষোলশহর এলাকার ‘ফিনলে স্কয়ার’ ভবনে বসবাসরত এক দুবাই প্রবাসীর বাসা থেকে ১০০ ভরি সোনা চুরি হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। চুরি যাওয়া ১০০ ভরি সোনাও উদ্ধার হয়। এ ছাড়া নগরের বিভিন্ন সড়কেও আগের তুলনায় ছিনতাই বেড়েছে।