শেখ হাসিনার চেয়ে ভালো কেউ দেশ চালাতে পারবেন না- এটা বিএনপি-জামায়াতও বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি বলেন, ইউরোপ যে জায়গায় ছিল আমরাও সেই একই জায়গায় ছিলাম। করোনার অভিঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপে জীবনমান নেমে গেছে অনেক নিচে। তবে আমাদের জীবনমান অতটা নামেনি। বিএনপি আমলের চেয়ে আমরা অনেক ভালো আছি।

শনিবার নোয়াখালীর সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিম।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোরশেদ আলম এমপির সভাপতিত্বে ও সওকত হোসেন কাননের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের কৃৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ড. জামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, শহীদুল্লাহ খান সোহেল, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বাহার উল্ল্যা বাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির প্রমুখ।