- সারাদেশ
- সাতক্ষীরায় বাসের ধাক্কায় ওষুধ কোম্পানির পরিবেশক নিহত
সাতক্ষীরায় বাসের ধাক্কায় ওষুধ কোম্পানির পরিবেশক নিহত

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি-সমকাল
সাতক্ষীরায় বাসের ধাক্কায় পলাশ বিশ্বাস (২৫) নামের এক ওষুধ কোম্পানির পরিবেশক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক ব্যবসায়ী।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসসহ চালককে আটক করেছে।
নিহত পলাশ বিশ্বাস শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের কৃষ্ণপদ শীলের ছেলে। আহতের নাম এজাজ আহম্মেদ খাঁন। তার বাড়ি সাতক্ষীরা শহরতলীর লাবসা গ্রামে।
নিহতের স্ত্রী মিতালী বিশ্বাস জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার স্বামী এজাজ আহম্মেদ খান নামের এক ব্যবসায়ীকে নিয়ে বাসা থেকে নারিকেলতলা মূল সড়কে উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামনগর গামী ডলফিন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা মারে। এ সময় এজাজ আহম্মেদ খান ও তার স্বামী পলাশ মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে যান।
তিনি আরও জানান, বাসের পিছনের চাকায় তার স্বামীকে টানতে টানতে ৪০০ ফুট দূরে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সামনে নিয়ে যায়। এ সময় দ্রুতবেগে চলে যাওয়ার সময় একটি মোটরচালিত ভ্যানে ধাক্কা দিলে ভ্যানটিও দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় লোকজন ওই পরিবহন ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পলাশ বিশ্বাসের স্ত্রী জানান, গুরুতর আহত অবস্থায় পলাশ ও এজাজকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত দেড়টার দিকে পলাশকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে, মাথায় আঘাতপ্রাপ্ত এজাজ আহম্মেদের অবস্থার অবনতি হওয়ায় তাকে বুধবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক ইমামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি চেয়ে নিহতের ভগ্নিপতি ভবতোষ মণ্ডল বুধবার দুপুরে সদর থানায় একটি আবেদন করেছেন। এছাড়া বাস ও চালক পুলিশ হেফাজতে রয়েছে।
মন্তব্য করুন