- সারাদেশ
- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মৌচাকে পুলিশের তল্লাশি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মৌচাকে পুলিশের তল্লাশি

ছবি: সমকাল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় দ্বিতীয় দিনেও পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে চেকপোস্ট বিভিন্ন যানবাহন থামিয়ে সকল যানবাহন ও যাত্রীদের তল্লাশি করছে পুলিশ।
সরেজমিনে দেখা যায়, চলাচলরত কোনো ব্যক্তির আচরণ কিংবা গতিবিধি পুলিশের কাছে সন্দেহজনক মনে হলেই তাকে তল্লাশি করা হচ্ছে। এছাড়া প্রাইভেটকার, সিএনজি, রিকশাসহ দূরপাল্লার বাসগুলোকে থামিয়ে ভালো করে তল্লাশি করা হচ্ছে। তবে তল্লাশি করে এখনো পর্যন্ত কিছু পায়নি পুলিশ।
মৌচাক পুলিশ চৌকির দায়িত্বরত সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ‘এটি আমাদের নিয়মিত কাজ। রুটিন মাফিকভাবে যানবাহন তল্লাশি করা হচ্ছে, আর কিছু না।’
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘মহাসড়কে নাশকতা সৃষ্টি করতে পারে এমন গোপন সংবাদে জানতে পেরেছি। বুধবারের মত আজও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনগুলো তল্লাশি করছি। প্রয়োজনের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বাড়ানো হবে।’
মন্তব্য করুন