রাজশাহীতে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। ওই যুবকের নামে মো. রাফি (২৪)। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রাফি (২৪) নগরীর হেতেমখাঁ এলাকার বাবলুর ছেলে। রাফি রামেক হাসসপাতালের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক। 

এর আগে বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজের মাঠে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে রাফি। পরে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এ ঘটনা দেখে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান আফরোজা নাজনীন বলেন, আগুনে রাফির শরীরের ৯৯ শতাংশ পুড়ে গিয়েছিল। হাসপাতালে নেওয়ার দুই ঘণ্টা পর তার মৃত্যু হয়।

চিকিৎসক আফরোজা নাজনীন আরও জানান, তার পরিবার জানিয়েছে রাফি মানসিক রোগী। প্রায় পাঁচ বছর ধরে তার মানসিক রোগের চিকিৎসা চলছিল।

রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, সকালে বিষয়টি শুনেছি। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অপমৃত্যুর মামলা হয়েছে।