কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের শীর্ষ পদে দায়িত্ব পেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং সংসদ সদস্য মুজিবুল হক। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে নতুন কমিটিতে তাঁদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তাঁরা আগের কমিটিতেও যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ছিলেন।

এর আগে ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আ হ ম মুস্তফা কামালকে সভাপতি ও মুজিবুল হককে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। একই বছরের ১ সেপ্টেম্বর ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। এবারের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আরও অনেকের নাম আলোচনায় এলেও আগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতিই আস্থা রেখেছে দলটি। কমিটির নাম ঘোষণাকালে সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, 'যাঁরা কমিটির বিভিন্ন পদে আসতে প্রত্যাশী ছিলেন, তাঁদেরও কমিটিতে রাখা হবে।'
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুজিবুল হক বলেন, 'দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী তাঁদের প্রতি আস্থা রেখেছেন তাই নেত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শিগগিরই দলের সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে দলের নবীন-প্রবীণ ও ত্যাগী নেতাদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।'