ফরিদপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ফরিদপুরে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে নিপীড়ক ও তাদের সহযোগীদের সামাজিকভাবে প্রতিহত করার প্রত্যয় জানিয়েছেন বক্তারা।

বৃহস্পতিবার সন্ধায় ফরিদপুর প্রেসক্লাব চত্তরে "সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি" এই স্লোগান কে সামনে রেখে  যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নন্দিতা সৃরক্ষা, উৎস ও সমকাল সুহৃদ সমাবেশ।

সভায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক মাসউদা হোসাইন, সাংবাদিক মাহফুজ আলম মিলন, সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুরের সভাপতি এডভোকেট শিপ্রা গোস্বামী, ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক পান্না বালা, বেসরকারী উন্নয়ন সংস্থা রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, নন্দিতা সুরক্ষার সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমি, উৎস এর সভাপতি দিদারুল আলম, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ।

মুক্ত আলোচনা পর্বে অংশ নেন লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠীর প্রতিনিধি নিশি হিজড়া ও স্কুল শিক্ষার্থী হাফসা বিনতে হায়দার।

বক্তারা বলেন, নারী ও কন্যা নির্যাতন বন্ধ করার জন্য সংস্কৃতিক আন্দোলনের উপর গুরুত্ব দিতে হবে। দেশের সাংস্কৃতিক বুনিয়াদি বুনিয়াদ শক্ত না হলে এবং সঠিক পারিবারিক শিক্ষা দেওয়া সম্ভব না হলে নারী নির্যাতন বন্ধ হবে না। নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারে সামাজকে উৎসাহী হতে আহবান জানান তারা। 

এছাড়া অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।