- সারাদেশ
- বিজয়ের মাসেই আন্দোলন কেন, প্রতিমন্ত্রীর প্রশ্ন
বিজয়ের মাসেই আন্দোলন কেন, প্রতিমন্ত্রীর প্রশ্ন

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে আমাদের দেশের রাজনীতি অশান্ত হয়ে উঠেছে। এই বিজয়ের মাসে কী এমন ঘটেছে যে এই ডিসেম্বর মাসেই আন্দোলন-সংগ্রাম করতে হবে। ১৯৭১ সালে ১০ ডিসেম্বর থেকে স্বাধীনতাকামী মানুষকে একনাগাড়ে হত্যা, বুদ্ধিজীবীদের হত্যা করা শুরু হয়েছিল। আবারও আপনারা সেই রক্তাক্ত ডিসেম্বরকে পুনরুজ্জীবিত করতে চান-এটি আমার প্রশ্ন।
শুক্রবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘বিংশ শতাব্দীর প্রেক্ষাপটে বাংলাদেশ গণহত্যা: পরিণাম, প্রতিরোধ ও ন্যায়বিচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর এবং ইতিহাস সম্মিলনী এ সম্মেলনের আয়োজন করে।
তিনি বলেন, তরুণ সমাজ যারা মুক্তিযুদ্ধ দেখেনি, রক্ত দেখেনি, মৃত্যু দেখেনি, গণহত্যা দেখেনি, তারা ইতিহাস থেকে জানতে চাইছে। আর এই ডিসেম্বর মাসেই কেন আন্দোলন-সংগ্রাম করতে হবে? আন্দোলন করার তো সময় আছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন। অনুষ্ঠানে স্বাগত জানান সম্মেলন আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক মোঃ মাহবুবর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন ভারতের জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় কে ভরদ্বাজ।
বিভিন্ন কর্ম-অধিবেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাহমুদ হোসেন, অধ্যাপক হারুন অর রশীদ, লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক, চলচ্চিত্রকার নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, কবি তারিক সুজাত।
দুই দিনব্যাপী এ সম্মেলনের ৪টি কর্ম-অধিবেশনে দেশ-বিদেশের প্রায় ২০জন গবেষক তাদের প্রবন্ধ উপস্থাপন এবং আলোচনা করছেন। সম্মেলন উপলক্ষে শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধ ও গণহত্যা বিষয়ক শিল্পকর্ম প্রদর্শনী ও গ্রন্থমেলার আয়োজন করা হয়।
মন্তব্য করুন