সন্তান জন্মের মাত্র তিনদিন পর ট্রাকচাপায় নিহত হয়েছেন এক বাবা। মোটরসাইকেল আরোহী ওই বাবার নাম কামরুজ্জামান রুবেল (৩২)। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর খড়খড়ি বাইপাস মোড়ে ট্রাকচাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী রুবেল।

নিহত রুবেল কাটাখালী থানার মাসকাটাদীঘি এলাকার মৃত. আবুল কালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খড়খড়ি বাইপাসের বামনশিকড় মোড়ে একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেল আরোহী রুবেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। পরে রুবেলের মরদেহ পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রুবেলের স্বজনরা জানান, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রুবেলের স্ত্রী একটি সন্তান জন্ম দেন। রুবেল হাসপাতাল থেকে এসে খড়খড়ি বাইপাস থেকে বাজার করে শ্বশুরবাড়ি ফিরছিলেন। এ সময় তিনি দুর্ঘটনার শিকার হন।

মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন বলেন, মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।