- সারাদেশ
- গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা
গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা

উজিরপুর মডেল থানা- ফাইল ছবি
বরিশালের উজিরপুরের বামরাইল ইউনিয়নের খোলনার মোড়ে ব্যাটারিচালিত গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপির ২৪ ও অজ্ঞাত ২৫ জন নেতাকর্মীদের নামে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ধামুরা থেকে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাজিব মজুমদার ও জেলা যুবদলের সদস্য সোহন হোসেন ডালিমকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশ বাহিনীর হামলার প্রতিবাদে বামরাইল ইউনিয়নের খোলনা মোড়ে একটি ঝটিকা মিছিল করে উজিরপুরের বিএনপির নেতাকর্মীরা। মিছিল শেষে ওই রাস্তা থেকে ব্যাটারিচালিত একটি ইজিবাইক ভাঙচুর করে এবং দুটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। স্থানীয়দের পক্ষ থেকে ‘৯৯৯’ এ ফোন গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি ও বিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান জানান, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভাঙচুর করা গাড়ি ও বিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় উজিরপুর মডেল উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে নামধারী বিএনপির ২৪ জন ও অজ্ঞাত ২৫ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছে।
মন্তব্য করুন