- সারাদেশ
- কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনের দাবি ঋণের চাপে আত্মহত্যা
কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনের দাবি ঋণের চাপে আত্মহত্যা

প্রতীকী ছবি
মাদারীপুরের ডাসারে বাবুল মল্লিক নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার নবগ্রামের কৃষকের নিজ বাড়ির পাশে আমগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। কৃষকের পরিবারের দাবি, সুদে আনা ৫ হাজার টাকা স্ট্যাম্পে ৫ লাখ টাকা লিখে ২ বিঘা জমি দখল করেছে সুদ কারবারি। এ কারণে আত্মহত্যা করেছেন কৃষক।
কৃষকের স্ত্রী বুলবুলী মল্লিক অভিযোগ করেন, তাঁদের গ্রামের লিটন সিকদারের কাছ থেকে প্রায় ৩ বছর আগে পাঁচ হাজার টাকা সুদে আনেন তাঁর স্বামী। ওই সময় স্ট্যাম্পে সই রাখেন লিটন। এখন সেই স্ট্যাম্পে পাঁচ লাখ লিখে তাঁদের কাছে টাকা চেয়ে চাপ সৃষ্টি করেন। সেই টাকা দিতে না পারায় গত ৭ ডিসেম্বর তাঁদের ১ একর ২০ শতাংশ জমি জোর করে দখল করেন লিটন। সেই চাপ সইতে না পারায় তাঁর স্বামী আত্মহত্যা করেছেন। ন্যায়বিচারসহ তাঁদের জমি ফেরত চান তাঁরা।
স্থানীয় মিহির হালদারের ভাষ্য, শুনেছেন লিটনের কাছ থেকে ৫ হাজার টাকা সুদে এনেছিল। সেখানে ৫ লাখ টাকা দাবি করে ধানের জমি জোর করে দখল নেন সুদ ব্যবসায়ী লিটন। সেই চাপ সইতে না পারায় বাবুল আত্মহত্যা করেছে বলে ধারণা তাঁর।
লিটন সিকদার দাবি করেন, তিনি তাঁর (বাবুল) কাছে টাকা সুদে দেননি। তবে কিছু জমি চাষাবাদের জন্য টাকার বিনিময়ে বন্ধক রাখে। এখন বাবুলের পরিবার অপপ্রচার চালাচ্ছে, সুদের টাকার জন্য জমি দখল করছেন তিনি।
ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন