গাজীপুরের টঙ্গীতে রাকিব হোসেন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বন্ধু শাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে মুদাফা এলাকার নুরুল ইসলামের বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। রাকিব ঢাকার নবাবগঞ্জ থানার সাদাপুর গ্রামের শেখ খলিলুর রহমানের ছেলে। তাঁরা মুদাফা এলাকার টিকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কারখানায় কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, টিকে ইঞ্জিনিয়ারিং কারখানায় চাকরির সুবাদে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তবে কয়েক দিন আগে দুই বন্ধুর মধ্যে কাজ শেখানো নিয়ে বিরোধ হয়। বৃহস্পতিবার রাতে হত্যার শিকার হন শাহেদ। শুক্রবার সকালে স্থানীয়রা রক্তমাখা বস্তা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পরে পুলিশ রক্তাক্ত বস্তা থেকে রাকিবের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, সংবাদ পাওয়া মাত্রই লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাকিবের চাচা শেখ মোহাম্মদ সেলিম হত্যা মামলা করেছেন। গ্রেপ্তার আসামি শাহেদকে শনিবার আদালতে পাঠানো হবে।