বঙ্গবন্ধুর ভূমিকাকে খাটো করার একটা প্রয়াস দেশে চালু আছে। ছাত্রলীগ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানকে খাটো করার সুযোগ নেই। শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ইতিহাসের খসড়া সুহৃদ সম্মিলনীর সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে 'শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী :ইতিহাসের নতুন আখ্যান ও কতিপয় প্রসঙ্গ' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ইলু ইলিয়াস।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খ্যাতিমান সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন বলেন, বাঙালির ইতিহাসে নতুন পথ সৃষ্টি করে বঙ্গবন্ধু এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন। বঙ্গবন্ধু শ্রেষ্ঠ বাঙালি। কারণ তিনি বাঙালিকে প্রথম স্বাধীন রাষ্ট্র দিয়েছেন।

সেমিনারে আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ অধ্যাপক মইনুল ইসলাম ও কবি-সাংবাদিক আবুল মোমেন। আবুল মোমেন বলেন, পাকিস্তানের সঙ্গে যে লড়াই চলছিল তার নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু। তাই তিনি মহানায়ক।

'অসমাপ্ত আত্মজীবনী'কে স্মৃতিকথা ভাবা ঠিক হবে না উল্লেখ করে অধ্যাপক ইলু ইলিয়াস বলেন, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বাঙালির স্বাধিকার সংগ্রামের মহামূল্যবান ঐতিহাসিক দলিল।

ইতিহাসের খসড়া সুহৃদ সম্মিলনীর আহ্বায়ক অধ্যাপক মুজিব রাহমানের সভাপতিত্বে ও ওমর গণি এমইএস কলেজের প্রভাষক অনিন্দিতা দেবনাথের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইতিহাসের খসড়া সম্পাদক মুহাম্মদ শামসুল হক।