- সারাদেশ
- চট্টগ্রামে মাঠে আ.লীগের নেতাকর্মীরা, বিভিন্ন এলাকায় মিছিল
চট্টগ্রামে মাঠে আ.লীগের নেতাকর্মীরা, বিভিন্ন এলাকায় মিছিল

বিএনপির নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহতের জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার এ নিয়ে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়। এরপর শুক্রবার বিকেল থেকে নগরীর বিভিন্ন এলাকায় মিছিল বের করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। নগরীর আগ্রাবাদ চৌমুহনী, লালখান বাজারসহ অনেক এলাকায় দলটির নেতাকর্মীদের ট্রাকে করে মিছিল করতে দেখা যায়।
জানা যায়, আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যাতে বিএনপি নেতাকর্মীরা নাশকতামূলক কার্যক্রম চালাতে না পারে সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য দলের নগরীর ১৫টি থানা, ৪৪টি সাংগঠনিক ওয়ার্ড এবং ১৩২টি ইউনিটের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় নগরবাসীর জানমাল রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি নিয়ে সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেয় নগর আওয়ামী লীগ।
নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীন সমকালকে জানিয়েছেন, গত মঙ্গলবার রাতে নগরীর আসকার দিঘীরপাড় এলাকায় বিএনপির নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। কোথাও কোথাও ঝটিকা মিছিল বের করে আতঙ্ক সৃষ্টি করেছে। চলমান পরিস্থিতে তাদেরকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার সময় এসেছে। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন