ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় রুবেল মিয়া নামে এক ওমান প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার সাতমোড়া ইউনিয়নের চেলিখলা গ্রামের জারু মিয়ার ছেলে। শুক্রবার লাপাং মধ্যপাড়ায় ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, তিন মাস আগে লাপাং গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া বেগমের সঙ্গে বিয়ে হয় রুবেলের। বিয়ের পর থেকে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। বৃহস্পতিবার রাতে রুবেল শ্বশুরবাড়িতে আসেন। রুবেলের বাবা জারু মিয়া অভিযোগ করেন, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাঁর ছেলেকে হত্যা করে রান্নাঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।