- সারাদেশ
- নোবিপ্রবিতে সাংবাদিককে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
নোবিপ্রবিতে সাংবাদিককে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

সংবাদ সংগ্রহ করতে গিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রলীগ কর্মীদের হাতে এক সাংবাদিক মারধরের শিকার হয়েছেন।
গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলের সামনে এ ঘটনা ঘটে। এসময় তারা ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করে বলে জানা যায়।
এর আগে ওইদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের ছাত্র নাঈম মোস্তফা ও ব্যবসা প্রশাসন বিভাগের নাঈম উদ্দিন রাফির মধ্যে মারামারি হয়। ঘটনা জানতে আরটিভি অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রিয়াদুল ইসলাম ফোন করেন নাঈম মোস্তফাকে। এসময় নাঈম ক্যাম্পাসের ভাষা শহীদ আবদুস সালাম হলের সামনে রিয়াদুলকে আসতে বলেন। সন্ধ্যায় রিয়াদুল হলের সামনে গেলে নাঈম মোস্তফাসহ ছাত্রলীগকর্মীরা তার ওপর চড়াও হয় এবং মারধর করে।এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা হলেন- অর্থনীতি বিভাগের শাকিল মোস্তফা, শিক্ষা বিভাগের আরমান মিহাম, নাঈম মোস্তফা ও জোভান আহমেদ নাঈম, এমআইএসের আকরাম হোসাইন, বাংলার প্রলেপ বড়ুয়া এবং হাসিব শান্ত ও মোহাম্মদ আদনান আলী।
ঘটনার বর্ননা দিয়ে ভুক্তভোগী ওই সাংবাদিক বলেন, তারা আমাকে ধাক্কাধাক্কি শুরু করে। একপর্যায়ে নাঈম ও শাকিল আমার মোবাইল ফোন কেড়ে নেন। এ সময় শাকিল মোস্তফা আমাকে গালি দিতে থাকে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিমের সদস্য ইকবাল হোসেন সুমন, শাহানা রহমান, সালাম হলের প্রভোস্ট ড. আনিসুজ্জামান রিমন ও সহকারী প্রভোস্ট রায়হান আহমেদ রিমন বিষয়টি সমাধানের চেষ্টা করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নাঈম মোস্তফা। তার দাবি, প্রশাসনের কাছ থেকে টাকা খেয়ে সাংবাদিকরা নিউজ করেন।
এদিকে সাংবাদিককে মারধরের নিন্দা ও জড়িতদের বিচার দাবি করেছেন নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আবদুল কবীর ফারহান ও সম্পাদক মাইনুদ্দীন পাঠান।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, আজ মঙ্গলবার বিকেল ৩টায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত কমিটি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন