ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা থেকে দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ম্যানেজার মো. শাহ আলম জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে পদ্মা নদী এলাকায় কুয়াশা বাড়তে থাকে। ভোররাতে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে নদী। দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে পাঁচটার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশা কেটে গেলে দ্রুত সময়ের চলাচল শুরু হবে। 

সমকালের গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, ফেরি বন্ধ হওয়ায় দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় আটকা পরেছে অর্ধশতাধিক যানবাহন। 

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, সকাল সাড়ে পাঁচটার দিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি ও লঞ্চসহ সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। 

বিআইডব্লিউটিসি’র আরিচা ঘাট কার্যালয়ের সহকারী ম্যানেজার আব্দুস সালাম জানান, আরিচা-কাজীরহাট নৌ-রুটেও ঘন কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে অপেক্ষায় থাকা যানবাহন সিরিয়াল অনুযায়ী পার করা হবে।