- সারাদেশ
- অর্থনৈতিক মুক্তির জন্য এখনো যুদ্ধ চলছে: বাণিজ্যমন্ত্রী
অর্থনৈতিক মুক্তির জন্য এখনো যুদ্ধ চলছে: বাণিজ্যমন্ত্রী

ফিতা কেটে কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি-সমকাল
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ভূখণ্ড পেলেও অর্থনৈতিক মুক্তির জন্য এখনো যুদ্ধ চলছে। এক সময়ের মঙ্গাপীড়িত এলাকা রংপুরের গঙ্গাচড়ায় মঙ্গা এখন অতীত। উন্নয়নের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গাচড়াসহ উত্তরের মঙ্গা তাড়িয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে রংপুরের গঙ্গাচড়ার লালচাঁদপুরে প্রাণ-আরএফএল গ্রুপের ‘গঙ্গা ফাউন্ড্রি লিমিটেড’ নামের এক বাইসাইকেল তৈরির কারখানার আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী জানান, এক সময় বাইসাইকেলের বাজারটি ছিল পুরোপুরি আমদানি নির্ভর। বিদেশ থেকে সম্পূর্ণ সাইকেল বা যন্ত্রাংশ এনে সংযোজন করে বাজারে ছাড়তেন এ দেশের ব্যবসায়ীরা। তবে এখন সময় বদলে গিয়েছে। দেশ-বিদেশের বাড়তি চাহিদা মেটাতে আরএফএলের হবিগঞ্জের কারখানাটি পুরোপুরি রপ্তানিমুখী। আর দেশীয় বাজারের চাহিদা মেটাতে স্থাপন করা হয়েছে গঙ্গাচড়ার কারখানা।
এখানে সহস্রাধিক মানুষের কর্মসংস্থান হবে উল্লেখ করে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে আমরা দেশীয় সাইকেলের বাজারের ৮০ শতাংশ দখল করতে চাই। বর্তমানে হবিগঞ্জে বছরে আট লাখ ও রংপুরের গঙ্গাচড়ার কারখানায় তিন লাখ সাইকেল উৎপাদনের সক্ষমতা আছে।
আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল আলীম মাহমুদ, এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ও পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনসহ বাইসাইকেল কারখানাটি পরিদর্শন করেন।
মন্তব্য করুন