- সারাদেশ
- মাধবপুরে বাসচাপায় প্রাণ গেল ২ জনের
মাধবপুরে বাসচাপায় প্রাণ গেল ২ জনের

হবিগঞ্জের মাধবপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া এলাকায় এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী।
নিহতরা হলেন- মাধবপুর বেজুড়া গ্রামের বাসিন্দা নয়ন মিয়া (৪০) ও একই উপজেলার পিয়াইম গ্রামের প্রয়াত মহারাজ মিয়ার ছেলে ফটিক মিয়া (৪০)। এদের মধ্যে নয়ন অটোরিকশার চালক। আহতরা হলেন- হবিগঞ্জ সদর থানার উচাইল গ্রামের রিপন মিয়া (২০), নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের অসিম (২৫) ও প্রদীপ রায় (২২)।
বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। তিনি জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস বেজুড়া এলাকায় যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দিলে এটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার চালকসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান। এ সময় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হন।
ওসি আব্দুর রাজ্জাক বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন