ফরিদপুরের ভাঙ্গায় ৮০০ পিস ইয়াবাসহ হাসান মীর (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তার হাসান মীর উপজেলার মীরাকান্দা গ্রামের আজাহার মীরের ছেলে। বৃহস্পতিবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার যুবক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি ঢাকা ও কক্সবাজার থেকে ইয়াবা এনে এলাকার খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।

উপপরিচালক মো. শামীম হোসেন আরও বলেন, গোপন সংবাদে জানতে পেরে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে অধিদপ্তরের উপপরিদর্শক সেরাজুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।