মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রতিবেশীর বিরুদ্ধে ১৪ মাস বয়সী এক শিশুকে বিষাক্ত তরল পান করানোর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলার বরাইদ ইউনিয়নের চর বরাইদ গ্রামে ঘটে এ ঘটনা। পরে গতকাল শুক্রবার অভিযুক্ত প্রতিবেশী রিতু আক্তারকে বেঁধে রাখে স্থানীয় জনতা। তিনি এর দায় স্বীকার করলেও স্থানীয় মাতবররা তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।
সূত্র জানায়, চর বরাইদের আসলাম মিয়ার ১৪ মাসের ছেলে আবির হোসেনকে বৃহস্পতিবার বিকেলে দুধ পান করানোর কথা বলে নিয়ে যান প্রতিবেশী সমেজ আলীর স্ত্রী রিতু আক্তার। পরে অচেতন অবস্থায় শিশুটিকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য জোবাইদা খাতুন বলেন, গতকাল শুক্রবার সকালে স্থানীয়রা রিতুকে আটক করলে তিনি শিশুটিকে বিষাক্ত তরল পান করানোর কথা স্বীকার করেন।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন অর রশিদ বলেন, শিশুটিকে বিষ পান করানোর আলামত পানি। তাকে বিষাক্ত তারপিন তেলজাতীয় তরল পদার্থ পান করানো হয়। বর্তমানে সে সুস্থ আছে।
স্থানীয় সূত্র জানায়, তুচ্ছ ঘটনায় শিশুটির মায়ের সঙ্গে দীর্ঘদিন আগে রিতুর ঝগড়া হয়েছিল। পরে তা মীমাংসা হয়ে যায়। এর জের ধরে এ ঘটনা ঘটাতে পারেন ওই নারী।
আবিরের সাঈদ আলী বলেন, 'রিতু আক্তারের সঙ্গে তো এখন আমাদের কোনো অমিল নেই। কেন সে আমার নাতিকে বিষ পান করাল?' তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
রিতু আক্তার এ বিষয়ে নিজের দায় স্বীকার করলেও কেন তা করেছেন, এর উত্তর দেননি। শুধু বলেন, 'ভুল করেছি।'
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, বিষয়টি তদন্তের জন্য এক পুলিশ কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়।