ফরিদপুরে নাগরিক মঞ্চের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘নিজে সচেতন হই, পরিচ্ছন্ন বাসযোগ্য দেশ গড়ে তুলি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, নগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য মহল্লা মহল্লায় প্রচারণা কাজ করতে হবে। শহরের নর্দমা সচল রাখা, পলিথিন ব্যবহার কমিয়ে আনা, সড়কে এলোমেলোভাবে গাড়ি রাখা বন্ধ করা, নিজের পরিবেশ নিজে পরিস্কার রাখাসহ বিভিন্ন বিষয়ে প্রচারণার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি শহরে মেশিন দিয়ে ইট ভাঙ্গা বন্ধ করা, দিনের ব্যস্ততম সময়ে ট্রাকসহ ভাড়ি যানবাহন চলাচল বন্ধ করা, বালু পরিবহনের জন্য ত্রিপল দিয়ে ঢেকে রাখা ও যানজট মুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে ফরিদপুর পৌরসভাসহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করার উদ্যোগ নিতে হবে।

নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বাবর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, অধ্যাপক আলতাফ হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক পান্না বালা, ব্লাস্টের নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, নারী নেত্রী আসমা আক্তার, নাগরিক মঞ্চের গবেষণা বিষয়ক সম্পাদক মাহফুজুল আলম ও সৈয়দ জুনায়েদ পারভেজ, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক   মশিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে নাগরিক মঞ্চের গত কয়েক বছরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন বিগত দিনে নাগরিক মঞ্চ নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কাজ করছে। পাশাপাশি জনগণের সচেতনতায় তারা বিভিন্নভাবে সামাজিক কাজ করেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।

নাগরিকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে বিভিন্ন এলাকায় কাউন্সেলিং এর মাধ্যমে এর কার্যক্রম এগিয়ে নিতে হবে। পাশাপাশি জনগণের সচেতনতায় আগামী দিনের কার্যক্রম আরো ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়।

ও আমার দেশের মাটি- সমবেত এ গানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।শেষ হয় মানুষ মানুষের জন্য গান দিয়ে।