- সারাদেশ
- পৃথিবীকে আমরা শান্তির ধারণা দিতে চাই: পররাষ্ট্রমন্ত্রী
পৃথিবীকে আমরা শান্তির ধারণা দিতে চাই: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার সিলেট মহানগরের একটি মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী- সমকাল
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘পৃথিবীকে আমরা শান্তির একটি ধারণা দিতে চাই। যা হিংসা-বিদ্বেষ, খুন-গুম সবকিছুর বিপরীতে মানুষের কল্যাণে মানুষ কাজ করবে। মানুষের কল্যাণে কাজ করলে সৃষ্টিকর্তা আমাদের প্রতিদান দেবেন।’
তিনি শনিবার সিলেট মহানগরের হাউজিং এস্টেট এলাকার মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মসজিদ, হাসপাতালসহ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা মহৎ উদ্যোগ। আমাদের সরকার সেজন্য প্রতিটি স্থানে একটি আদর্শ মসজিদ নির্মাণ করে দিচ্ছে। যেখানে সব আধুনিক সুযোগ-সুবিধা বিদ্যমান থাকবে।’
মসজিদ কমিটির সভাপতি চেরাগ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গণির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, হাউজিং এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. একেএম হাফিজ, মোতাওয়াল্লী হাসান চৌধুরী ও এম.এ করিম চৌধুরী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সদস্য আবু বক্কর, শফিক উদ্দিন আহমদ, লয়লুছ মিয়া, ওলায়েত হোসেন লিটন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, ফুয়াদ রব চৌধুরী শামীম, আজাদ খান, তাহসিন চৌধুরী, ডা. আব্দুর রকিব, জাহিদুর রেজা চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন