- সারাদেশ
- নিখোঁজের এক দিন পর উদ্ধার শিশুর লাশ
নিখোঁজের এক দিন পর উদ্ধার শিশুর লাশ

প্রতীকী ছবি
বাড়ি থেকে নিখোঁজের এক দিন পর খাল থেকে রাহাদ হোসেন নামে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে মুক্তাগাছা থানা পুলিশ। শনিবার দুপুরে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ধুরা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। উপজেলার মহিষতারা গ্রামের শামীম হোসেনের ছেলে রাহাদ।
পরিবারের সদস্যরা জানান, রাহাদ শুক্রবার জুমার নামাজের পর বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ নেন। শনিবার দুপুরে ধুরা খালে শিশুর লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বাবা শামীম হোসেন বলেন, তাঁর শিশুসন্তানের তো কোনো অপরাধ নেই। কীভাবে বা কার সঙ্গে ওই খালে গেল, কীভাবে মারা গেল, তা তাঁদের জানা নেই। প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান তিনি।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, শিশুর মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া কিছু বলা যাবে না। প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ। এর সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।
মন্তব্য করুন