- সারাদেশ
- বিজয় দিবসের আনন্দ উপভোগ করতে সাইকেলে নারায়ণগঞ্জ থেকে কুয়াকাটা
বিজয় দিবসের আনন্দ উপভোগ করতে সাইকেলে নারায়ণগঞ্জ থেকে কুয়াকাটা

সড়কে সাইকেল চালিয়ে যাচ্ছেন দুই যুবক- সমকাল
মহান বিজয় দিবসের আনন্দ উপভোগ করতে নারায়ণগঞ্জ থেকে সাইকেল চালিয়ে পর্যটননগরী কুয়াকাটায় এসেছেন দুই যুবক। তাঁদের নাম মেহেদী হাসান শুভ ও সরোয়ার হোসেন রাকিব। দুই দিনে তাঁরা ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শুক্রবার সকাল ১১টায় কুয়াকাটা এসে পৌঁছান। কুয়াকাটায় বিজয় দিবসের আনন্দ উপভোগ করে শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন তাঁরা।
জানা যায়, ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ বিডি সাইক্লিস্ট গ্রুপের সদস্য মেহেদী হাসান শুভ ও সরোয়ার হোসেন রাকিব কুয়াকাটার উদ্দেশে রওনা দেন। প্যাডেল চেপে, ক্রিং ক্রিং শব্দ করে প্রায় ৩০০ কিলোমিটার সড়ক পাড়ি দেন দুই সাইক্লিস্ট। দু'জনেই চাকরিজীবী। শখের বশে সাইকেল চালান। এবারের ৫২তম মহান বিজয় দিবসটি সাপ্তাহিক ছুটিতে পড়ে। তাই তাঁরা উদ্যোগ নেন বিজয় দিবসের আনন্দ কুয়াকাটায় উপভোগ করার।
দুই যুবক পদ্মা সেতুর ওপর দিয়ে সাইকেল চালিয়ে আসতে পারেননি। পিকআপ ভ্যানে করে সেতুটি পার হতে হয়েছে।
মেহেদী হাসান শুভ বলেন, তিনি একজন ফটোগ্রাফার এবং সাইক্লিস্ট গ্রুপের সদস্য। ইচ্ছা থাকা সত্ত্বেও দূরে কোথাও সাইকেল ভ্রমণে যাওয়া হয় না। এবার বিজয় দিবসের আনন্দ উদযাপন করার জন্য দুই দিনের ছুটিতে তাঁরা কুয়াকাটা আসার পরিকল্পনা করেন এবং শুক্রবার এসে পৌঁছান। আসতে কোনো সমস্যা হয়নি বলে জানান তাঁরা।
সরোয়ার হোসেন রাকিব বলেন, 'আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ দেখিনি, বিজয় দেখিনি। তাই বিজয়ের ৫২তম দিবসটি স্মরণীয় করে রাখার জন্য ৩০০ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে কুয়াকাটায় এসেছি। এ এক অসাধারণ অনুভূতি। দিনটি আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে।'
মন্তব্য করুন