- সারাদেশ
- ছাত্রলীগের পদ পেতে এবার পীরগাছায় হলো পরীক্ষা
ছাত্রলীগের পদ পেতে এবার পীরগাছায় হলো পরীক্ষা

ছাত্রলীগের রাজনীতি করতে হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হবে- এমন ভাবনা থেকে রংপুরে পদপ্রত্যাশীদের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার পীরগাছা উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশীদের পরীক্ষা নেওয়া হয়। উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' ও 'কারাগারের রোজনামচা' বই থেকে করা প্রশ্নে ৫০ নম্বরের ৩০ মিনিটের পরীক্ষায় অংশ নেন সংগঠনের নেতারা।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুরের কাউনিয়া উপজেলা ও কলেজ ছাত্রলীগের পদপ্রত্যাশীরা একই ধরনের পরীক্ষা দেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল জানান, দায়িত্ব পাওয়ার পর তাঁরা কাউনিয়ায় প্রথম উপজেলা ও কলেজে সাংগঠনিক সম্মেলন করেন। পদপ্রত্যাশীদের পরীক্ষা নেওয়া হয়। জেলার সব ইউনিটে এভাবে পরীক্ষা নিয়ে নেতৃত্ব বাছাই করা হবে বলেও জানান তিনি।
এদিকে ছয় বছর পর গতকাল পীরগাছা উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন হয়। উপজেলা পরিষদের হলরুমে উপজেলা ছাত্রলীগ সভাপতি ওয়াসিম আহম্মেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।
মন্তব্য করুন