গাজীপুরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কায়দায় মাদক কারবারের দায়ে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে মহানগরীর বাসন থানার নলজানীতে রেডএক্স পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার সাইদ মোহাম্মদ নোবেল (২২) কক্সবাজারের উখিয়ার সাবের আহমেদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক কারবারে জড়িত বলে স্বীকার করেছেন।

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ বলেন, গোপন খবর পেয়ে নলজানীতে রেডএক্স পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান পরিচালনা করা হয়। সেখানে কক্সবাজার থেকে আসা একটি কাঠের তৈরি ড্রেসিং টেবিল জব্দ করা হয়। পরে টেবিলে তল্লাশি চালিয়ে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ওই ড্রেসিং টেবিল নিতে আসা সাইদ মোহাম্মদ নোবেলকে আটক করা হয়। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তিনি আরও জানান, নোবেল দীর্ঘদিন ধরে কৌশলে কক্সবাজার থেকে কুরিয়ারে ইয়াবা আনছেন। এসব ইয়াবা তিনি মহানগর এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন।

গ্রেপ্তার নোবেল রোহিঙ্গা কি-না সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং এ কাজে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান উপপুলিশ কমিশনার।