লালমনিরহাটের হাতীবান্ধায় সিন্দুর্না ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার রাত দশটার দিকে সিন্দুর্না ইউনিয়নের উত্তর হলদিবাড়ি ৫ নং ওয়ার্ড এলাকায় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নৌকা মার্কার প্রার্থী নূরুল আমিন ও আনারস প্রতীকের প্রার্থী আরিফুল ইসলামসহ উভয় পক্ষের ৪০ জন আহত হন।

আহতরা হলেন- পূর্ব সিন্দুর্না গ্রামের তায়েবুর রফিক, নজরুল ইসলাম, কালাম, রাসেল, ফেরদৌস, রুবেল, বিষ্ণু, আফিয়ার রহমান, সহিদার, জিতেন, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, আরিফুল ইসলামসহ অনেকে।

আহতদের মধ্যে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৩০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে গুরুতর আহত শহিদুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষই হাতীবান্ধা থানায় অভিযোগ করেছেন।

হাতীবান্ধা থানার নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে উপজেলা ও পুলিশ প্রশাসন কাজ করছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, দু'পক্ষ অভিযোগ করেছে। সেগুলোর তদন্ত করা দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খতিব উদ্দিন মারা যান। আগামী ২৯ ডিসেম্বর এই ইউনিয়ন পরিষদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।