- সারাদেশ
- মিলনের 'ঘরে ফেরা' নিয়ে বিভক্ত মানিকগঞ্জ জাপা
মিলনের 'ঘরে ফেরা' নিয়ে বিভক্ত মানিকগঞ্জ জাপা

সিংগাইরে মঙ্গলবার মতবিনিময় সভায় বক্তব্য দেন সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন সমকাল
জাতীয় পার্টি (জাপা) সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের দলে ফেরা নিয়ে মানিকগঞ্জ জাপায় নতুন মেরূকরণ দেখা দিয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দলের প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের মাধ্যমে জাপায় যোগ দেন। এর আগে গত জুলাই মাসে তিনি পদত্যাগ করেন বিকল্পধারা বাংলাদেশ থেকে। গতকাল মঙ্গলবার জেলা সিংগাইরের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় দলে ফেরার তথ্য জানান গোলাম সারোয়ার মিলন। তবে বিষয়টিকে মেনে নেননি জেলা জাপার বর্তমান কমিটির নেতারা। তাঁদের ভাষ্য, এ যোগদানে দলের ভেতর
হট্টগোল দেখা দেবে।
মতবিনিময় সভায় মানিকগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিলন বলেন, 'রাজনৈতিক নানা কারণে একাধিকবার দল পরিবর্তন করেছি। রাজনৈতিক মারপ্যাঁচে পড়ে দীর্ঘদিন জাতীয় পার্টি থেকে দূরে ছিলাম। গত ৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আবার দলে যোগ দিয়েছি।'
জাতীয় পার্টিকেই নিজের 'শেষ ঠিকানা' উল্লেখ করে বিকল্পধারার সাবেক প্রেসিডিয়াম সদস্য মিলন বলেন, 'আমৃত্যু জাতীয় পার্টির রাজনীতি করব।' একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাপা থেকে অংশ নেওয়ারও আশা প্রকাশ করেন তিনি।
১৯৮১-১৯৮২ মেয়াদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন মিলন। এরশাদবিরোধী আন্দোলনের অভিযোগে কারাবরণও করেন তিনি। পরবর্তীতে ১৯৮৬ সালে ১ জানুয়ারি জাতীয় পার্টিতে যোগ দেন। মনোনীত হন দলটির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও। এরশাদ সরকারের সময় দায়িত্ব
পালন করেন শিক্ষা উপমন্ত্রী হিসেবে। এ ছাড়া মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন।
সূত্র জানায়, ২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে জাপা ছেড়ে বিকল্পধারায় যোগ দেন মিলন। তাঁর আশা ছিল, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে মনোনয়ন পাবেন। তবে তা পাননি। গত জুলাই মাসে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ছেড়ে দেন। তখন তিনি অভিযোগ করেছিলেন, বিকল্পধারা তাঁর সঙ্গে বেইমানি করেছে। মহাজোট ক্ষমতায় গেলেও তাঁর কোনো খোঁজখবর নেয়নি জোট ও দল।
গতকালের মতবিনিময় সভায় তিনি বর্তমান সরকারের উন্নয়নের প্রশংসা করেন। তবে জবাবদিহি নিশ্চিত ও দুর্নীতি বন্ধে তারা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন।
সিংগাইর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও রওশন এরশাদ ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম গোফরান, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজু, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আজিজ চৌধুরী, গোলজার হোসেন, সাবেক সচিব ও হাবিবুল্লাহ, জেলা জাপার সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য নোয়াব আলী, সিংগাইর উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, পৌর কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খোকা, ইউনিয়ন পরিষদ সদস্য সংস্থার নেতা হাসান রাকিব, সাইদুল ইসলাম মোয়াজ্জেম প্রমুখ। তবে এতে জেলা জাপার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মিলন বলেন, সিংগাইর পৌর জাতীয় পার্টির কর্মী সম্মেলন হচ্ছে। এ ছাড়া জেলা কমিটির অনেককেই জানানো হলেও তাঁরা আসেননি। শিগগিরই মানিকগঞ্জ জাপাকে এক কাতারে নিয়ে আসার প্রত্যাশাও জানান তিনি।
তবে গোলাম সারোয়ার মিলনের যোগদান দলের জন্য কোনো উপকার বয়ে আনবে না বলে মনে করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সাঈদ। তিনি সমকালকে বলেন, এর ফলে দলের ভেতর হট্টগোলের সৃষ্টি হবে। তিনি দলের মূলধারায়ও যোগদান করেননি। রওশন এরশাদের কাছে যোগদান বিধিসম্মতভাবে হয়নি বলেও মনে করেন।
মন্তব্য করুন