- সারাদেশ
- সাঁথিয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
সাঁথিয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

পাবনার সাঁথিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় মন্টু শেখ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মন্টু শেখ উপজেলার চরপাড়া গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মন্টু শেখ নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিলেন। ঢাকা-পাবনা মহাসড়কের শোলাবাড়ীয়া এলাকায় পৌঁছালে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সরকার ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
বিষয়টির সত্যতা স্বীকার করে মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন সমকালকে বলেন, বাসটি জব্দ করা সম্ভব হয়নি। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন