- সারাদেশ
- সাদ্দাম ছাত্রলীগের সভাপতি হওয়ায় পঞ্চগড়ে আনন্দমিছিল, মিষ্টি বিতরণ
সাদ্দাম ছাত্রলীগের সভাপতি হওয়ায় পঞ্চগড়ে আনন্দমিছিল, মিষ্টি বিতরণ

শহরের শেরে বাংলা পার্ক মোড়ে মিষ্টি বিতরণ ও আনন্দ-উল্লাস করেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সংগঠনটির সদ্যঘোষিত কেন্দ্রীয় কমিটির সভাপতি হওয়ায় তার জন্মস্থান পঞ্চগড়ে আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি আবু নোমান হাসান ও সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারীর নেতৃত্বে দুটি আনন্দমিছিল করা হয়। মিছিল শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা একে অপরকে মিষ্টি খাওয়ান।
ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়ি পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকার দক্ষিণ সাতখামার এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাদ্দাম এর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সাধারণ সম্পাদকও ছিলেন।
সাদ্দাম কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় বুধবার সকালে তার বোদার দলীয় নেতাকর্মীসহ স্থানীয়রাও আনন্দ মিছিল করেন। এ সময় তার পরিবারের পক্ষ থেকে স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
আরও পড়ুন: ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সম্পাদক ইনান
সাদ্দাম হোসেনের বড় ভাই ইকবাল প্রিন্স বলেন, আমরা খুবই আনন্দিত। পঞ্চগড়ের মতো এমন প্রত্যন্ত এলাকা থেকে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এজন্য আমার পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার ভাইয়ের জন্য দেয়া করবেন। সে যেন তার ওপর অর্পিত দায়িত্ব ভালোভাবে পালন করতে পারে।
এর আগে গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নবনির্বাচিত কমিটির শীর্ষ নেতাদের নাম ঘোষণা করেন।
কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে সাদ্দাম হোসেনের নাম ঘোষণার পরই পঞ্চগড়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে খুশির জোয়ার শুরু হয়।
এদিন রাত ১১টার পর জেলা ছাত্রলীগ সভাপতি নোমান হাসানের নেতৃত্বে একটি আন্দন্দমিছিল বের হয়। ওই মিছিলটি শহরের চৌরঙ্গীমোড় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এছাড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারীর নেতৃত্বে আরেকটি আনন্দমিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের ধাক্কামারা এলাকা থেকে বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামানে গিয়ে শেষ হয়।
পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আবু নোমান হাসান বলেন, আমাদের এলাকার পরিচ্ছন্ন, মেধাবী ও ক্লিন ইমেজের একজন ছাত্রনেতাকে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রেসিডেন্ট করা হয়েছে। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সবাই খুব আনন্দিত। এটা পঞ্চগড়ের মানুষের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমি মনে করি। তার যোগ্য নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ আরও সমৃদ্ধ হবে বলে আশা করি।
সাধারণ সম্পাদক সাদমান সাকিব বলেন, সাদ্দাম হোসেন তার মেধা, বিচক্ষণতা ও নেতৃত্বের যোগ্যতা দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের শীর্ষ পদে গেছেন। এটা আমাদের মতো প্রত্যন্ত জেলার ছাত্রলীগ তথা সাধারণ মানুষের জন্য বড় পাওয়া।
মন্তব্য করুন