- সারাদেশ
- দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন, গ্রেপ্তার ৩
দেড় হাজার গাছ কর্তন
দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন, গ্রেপ্তার ৩

ক্ষতিগ্রস্থ বাগানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় - সমকাল
পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধে দিনের বেলায় প্রায় দেড় হাজার কলাগাছ ও এক বিঘা জমির শিমগাছ কেটে ফেলার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বেতবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামে সন্ত্রাসীরা প্রতিপক্ষের এসব গাছ কেটে ফেলে। এ ঘটনায় রাতেই ক্ষতিগ্রস্ত কৃষক ফারুক হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ, প্রকাশ্যে ফলবান কলাগাছ কর্তন
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আসামি মিজানুর রহমান মজনু, ফজলুর রহমান ফজলু ও জাহাঙ্গীর সরদারকে গ্রেপ্তার করা হয়।
এদিকে এই সন্ত্রাসী হামলা ও কৃষকের ক্ষতিসাধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কৃষক উন্নয়ন্ল সোসাইটির কেন্দ্রীয় নেতারা। বুধবার সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ ও সাধারণ সম্পাদক আবুল হাসেমের নেতৃত্বে কৃষকদের প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত কলাবাগান পরিদর্শন করে। তারা প্রকৃত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে তারা ক্ষতিগ্রস্ত কৃষক ও গ্রামবাসীকে নিয়ে ঘটনাস্থলে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
ওসি অরবিন্দ সরকার আরও বলেন, ঘটনাটি খুবই ন্যক্কারজনক এবং ক্ষমার অযোগ্য। মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন