- সারাদেশ
- স্বাধীনতাবিরোধী কাউকে আ. লীগের কমিটিতে পদায়ন না করার দাবি
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সংবাদ সম্মেলন
স্বাধীনতাবিরোধী কাউকে আ. লীগের কমিটিতে পদায়ন না করার দাবি

জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। ছবি-সমকাল
আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন থেকে ঘোষিত কমিটিতে জাল মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতাবিরোধী পরিবারের সদস্যদের পদায়ন না করার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান এ দাবি তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে এমন কোনও ব্যক্তি যদি আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী সংগঠনে পদায়িত হয় তাহলে তা হবে দুর্ভাগ্যজনক। কোনও ব্যক্তি যদি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও অসত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে মুক্তিযোদ্ধা বনে যায় তাহলে সে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীদের চেয়েও জঘন্যতম।সংবাদ সম্মেলনে কয়েকজন নেতার পরিচয় তুলে ধরে তাদেরকে কমিটিতে পদায়ন না করার দাবিও জানানো হয়। অবশ্য সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট নেতাদের বিষয়ে সুনির্দিস্ট অভিযোগ তুলে ধরতে বলা হলে আয়োজকরা সাংবাদিকদের খুজে বের করতে অনুরোধ করেন।
মন্তব্য করুন