- সারাদেশ
- মৃতপ্রায় কাঁচামাটিয়া থেকে তোলা হচ্ছে বালু
মৃতপ্রায় কাঁচামাটিয়া থেকে তোলা হচ্ছে বালু

ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া কাঁচামাটিয়া নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়রা বাধা দিলেও প্রতিকার হয়নি। বিভিন্ন স্থানে মাছের ঘের দেওয়ায় প্রবাহ হারিয়ে নদীটি এখন মৃতপ্রায়। স্থানীয়রা নদী রক্ষায় উদ্যোগ নেওয়ার জোর দাবি জানাচ্ছেন।
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কাঁচামাটিয়া পুরাতন ব্রহ্মপুত্র নদে পড়েছে। ৫০ কিলোমিটার দৈর্ঘ্যের নদীটির গড় প্রস্থ ১১৭ মিটার। শীতের মৌসুমে এতে তেমন পানি থাকে না। এ সময় স্থানীয়রা নদীতে ধান ও মাছ চাষ করেন। ঘের দিয়ে মাছ চাষ, নেট দিয়ে প্রতিবন্ধকতা তৈরির ফলে গত দুই দশকে নদীটি প্রবাহ হারিয়েছে। এ অবস্থায় তারুন্দিয়া ইউনিয়নের গাবরবোয়ালী এলাকায় নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়রা বাধা দিলেও বালু উত্তলন বন্ধ রাখছেন না স্থানীয় শামছু মিয়া। এ বালু দিয়ে তিনি তাঁর ২০ শতক জমি ভরাট করছেন।
ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের স্থানের পাশে আবদুল কাদির ও সিরাজ উদ্দিনের দখলে থাকা জমি। তাঁদের দাবি, বালু উত্তোলনের কারণে তাঁদের জমি হুমকিতে পড়েছে। তাঁরা নিষেধ করছেন। কাদিরের ভাতিজা মোজাম্মেল হক বলেন, ড্রেজার বসিয়ে বালু তোলা অন্যায়। তারপরও বালু তুলে অন্যের ক্ষতি করা হচ্ছে। নিষেধ করেও কাজ হচ্ছে না। তবে শামছু মিয়া জানান, তিনি স্থানীয় রবিন ও সুজনদের জমি থেকে বালু তুলছেন। যে স্থান থেকে বালু তুলছেন, সেখানে বর্ষায় পানির প্রবাহ থাকে।
স্থানীয়রা মনে করেন, বালু উত্তোলনের কারণে পাশে থাকা ঈশ্বরগঞ্জ-তারুন্দিয়া সড়ক ঝুঁকিতে পড়তে পারে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পাম্প, ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূ-গর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এটি দণ্ডনীয় অপরাধ।
তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের সদস্য নূরুল হক বলেন, প্রায়ই ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হয়। কেউ কোনো পদক্ষেপ নেয় না।
ঈশ্বরগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল বলেন, বিভিন্ন সময় অভিযান চালিয়ে অবৈধ ঘের ও আড়াবাড়ি বাঁধ অপসারণ করা হলেও পরে আবার স্থাপন করা হয়। নদী কমিশন থেকে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, ড্রেজার বসিয়ে বালু উত্তোলন অপরাধ। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
মন্তব্য করুন