গাজীপুরের কাপাসিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মামাতো ভাইয়ের শাবলের আঘাতে আহত আবদুল মোতালিব কালু (৬২) মারা গেছেন। গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই দিন সকালে কাপাসিয়া সদর ইউনিয়নের ভুবনের চালা গ্রামে হামলার শিকার হন তিনি। তাঁকে রক্ষা করতে গিয়ে আহত হন ছেলে মো. মাসুম (৩০)। তিনি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, ভুবনের চালা গ্রামের আবদুল মোতালিবের সঙ্গে একই গ্রামের বাসিন্দা ও মামাতো ভাই আরিফ হোসেনের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার সকালে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আরিফ লোহার শাবল দিয়ে মোতালিবের মাথার পেছনে আঘাত করেন। তাঁকে রক্ষায় এগিয়ে আসা ছেলে মাসুমকেও মারধর করা হয় এ সময়।

আশপাশের লোকজন বাবা-ছেলেকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক মোতালিবকে ঢামেক ও মাসুমকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মোতালিবকে ঢামেকে ভর্তি করার পর রাতে মারা যান।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, নিহতের স্বজনরা অভিযোগ করলে তাঁরা বিষয়টি তদন্ত করবেন। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।