জামালপুরে মাসুদ রানা নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে শহরতলীর নিজ বাড়ির পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মাসুদ রানা সদর থানার শেখ কমর উদ্দিনের ছেলে। তার বাবা জামালপুর শহরের স্বনামধন্য ব্যবসায়ী।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ সমকালকে জানান, বুধবার সকালে পরিবারের লোকজন বাড়ির বাইরে বের হলে মাসুদ রানার মরদেহ বাড়ির পাশের একটি গাছের সঙ্গে ঝুলে থাকতে দেখে। এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, সুরতহাল শেষে ও পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মাসুদ মিয়ার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।