ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ময়মনসিংহে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৪

ময়মনসিংহে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৪

ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ 

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬:২৯

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানী ঢাকাসহ জেলার গফরগাঁও ও হালুয়াঘাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাদের আদালতে সোপর্দ করে পুলিশ। তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

পুলিশ জানায়, জেলার গফরগাঁও ইউনিয়নের ৮৩ নম্বর পড়শীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ভোরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে শ্রেণি কক্ষের চেয়ার-টেবিল, বেঞ্চ ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান খান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে গফরগাঁও থানায় মামলা করেন। শনিবার রাতে ঢাকার উত্তরা, মিরপুর, গফরগাঁও ও হালুয়াঘাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার হলেন- ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আনসারুল ইসলাম (৩৭), গফরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. আশরাফুল ইসলাম (২৪), যুবদলের সদস্য মো. হাসানুজ্জামান নয়ন (৩৪) ও মো. ইলিয়াস মিয়া (২৮)। 

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের কথা স্বীকার করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

আরও পড়ুন

×