ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

জমি নিয়ে বিরোধে যুবক খুন, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

জমি নিয়ে বিরোধে যুবক খুন, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯:২৫ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৯:২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে পাবেল মিয়া (৩২) নামের এক যুবক খুনের ঘটনায় জগদীশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ খানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে উপজেলার বেজুড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- উপজেলার বেজুড়া গ্রামের প্রয়াত হাজী জাহেদ খানের ছেলে ইউপি চেয়ারম্যান মাসুদ খান, একই গ্রামের খুরশেদ মিয়ার ছেলে মারুফ মিয়া ও মধ্য বেজুড়ার সেলিম মিয়ার ছেলে ফয়সল। গ্রেপ্তারকৃতদের দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, জগদীশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ খান ও মুর্শিদ মিয়ার মধ্যে দক্ষিণ বেজুড়ায় একটি জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে গতকাল শনিবার সকালে দু’দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৩০ জনের বেশি আহত হন। আহতদের মধ্যে বেজুড়া গ্রামের মাতব্বর মিয়ার ছেলে মুর্শিদ মিয়ার পক্ষের লোক পাবেল মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শনিবার রাত ৮টার দিকে মারা যান। এ ঘটনায় নিহত পাবেল মিয়ার চাচাতো ভাই হামিদ মিয়া বাদী হয়ে ৬৩ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খান জানান, নিহত পাবেল মিয়ার মরদেহ ঢাকায় ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বেজুড়া গ্রামে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

×