ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

সেই ওহি ফিরেছে মায়ের কোলে

সেই ওহি ফিরেছে  মায়ের কোলে

মা মরিয়মের কোলে ছোট্ট ওহি। সোমবার লক্ষ্মীপুর সদরের তেওয়ারীগঞ্জে সমকাল

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:৫১

লক্ষ্মীপুরের কমলনগরে একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চুরি যাওয়া ৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহি ফিরেছে মায়ের কোলে। রোববার রাতে উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজের দক্ষিণের একটি রাস্তার পাশে পাওয়া যায় তাকে। কিছুক্ষণ পরই পুলিশ ওহিকে উদ্ধার করে মা মরিয়ম বেগমের কোলে তুলে দেয়।
মালিহা ইসলাম অহি কমলনগর উপজেলা সীমান্তের লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরউভূতি এলাকার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. সেলিম ও মরিয়ম বেগম দম্পতির সন্তান। এ দম্পতির বড় মেয়ে সাবিহা ইসলাম মিহি পড়ে তোরাবগঞ্জ অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে নার্সারিতে। মরিয়ম বেগম একই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক। তিনি বলেন, বৃহস্পতিবার সেখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল। মিহি ‘যেমন খুশি তেমন সাজো’ অনুষ্ঠানে অংশ নেয়। ওহিকেও সঙ্গে নিয়ে সেখানে যান। মিহিকে সাজানোর জন্য চুলের ক্লিপ ও বেল্ট কিনতে পাশের বাজারে গিয়েছিলেন তিনি। এ সময় মরিয়মের একই প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির ছাত্রী মায়া জোর করে ওহিকে রেখে দেয়। বাজার থেকে ফিরে মায়ার কাছে ওহিকে পাননি মরিয়ম। মায়া জানায়, এক নারী তার কোল থেকে ওহিকে নিয়েছে। 
বিদ্যালয়ের সিসি ক্যামেরায় দেখতে পান, মাথায় লাল হিজাব, মুখে মাস্ক ও কালো বোরকা পরা এক নারী শিশুটিকে কোলে নিয়ে বিদ্যালয় থেকে বের হয়ে যাচ্ছে। 
পুলিশ জানায়, রোববার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কমলনগর থানার কাছাকাছি হাজিরহাট উপকূল সরকারি কলেজের পেছনের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন গ্রাম্য চিকিৎসক মো. ইউছুফ। তিনি একটি পুরোনো কম্বলে পেঁচানো খালি গায়ের শিশুকে দেখতে পেয়ে চিৎকার দেন। 
কমলনগর থানার ওসি মো. তহিদুল ইসলাম বলেন, এলাকাবাসী শিশুটিকে জামা ও কম্বলে পেঁচিয়ে থানায় সংবাদ দেয়। 
পরিচয় নিশ্চিত হয়ে ওহিকে মায়ের কোলে তুলে দিয়েছেন। 
ওহির মা মরিয়ম বেগম বলেন, ‘চার দিন পর আমার মেয়ে আমার কোলে ফিরেছে। আমার বুকটা ভরে গেছে।’ 

whatsapp follow image

আরও পড়ুন

×