‘হাতবোমায় খোঁচা’ দিলে বিস্ফোরণ, এসআইসহ আহত ৩

বোমা বিস্ফোরণে আহত এক পুলিশ সদস্য। ছবি: সমকাল
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৪:৩৭ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:১০
বরিশালের গৌরনদী উপজেলায় একটি বাড়ির বাথরুম থেকে বোমা উদ্ধারের সময় বিস্ফোরণে পুলিশের উপপরিদর্শকসহ (এসআই) তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কসবায় ইসলামিক মিশনের পিছনে একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল, কনস্টেবল মিজান ও বাড়ির মালিক মাসুম হাওলাদার। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, বড় কসবা ইসলামিয়া মিশনের পিছনে মাসুম হাওলাদারের ঘর থেকে ১৫/২০ গজ দূরত্বে একটি বাথরুম রয়েছে। সকালে মাসুম বাথরুমে তালা দেওয়া দেখতে পেয়ে প্রতিবেশী কেউ তালা দিয়েছে কিনা খবর নেন। কিন্তু কেউ জানাতে না পারায় পরে তালা ভেঙ্গে বাথরুমের মধ্যে একটি বাজারের ব্যাগ দেখতে পান এবং ব্যাগে লাল টেপ পেঁচানো তিনটি ককটেল সদৃশ বস্তু দেখতে পান। তখন ৯৯৯ কল করে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ককটেল সদৃশ বস্তু উদ্ধারের সময় বিস্ফোরিত হয়।
এতে এসআই কামাল ও বাড়ির মালিক মাসুম স্প্লিন্টার বিদ্ধ হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন কনস্টেবল মিজান।
বাড়ির মালিক মাসুম হাওলাদার জানান, এসআই কামাল হোসেন আমাকে দিয়ে ব্যাগ দুটি টয়লেটের ভেতর থেকে বাইরে বের করান। পরে ব্যাগ দুটি বালতির পানিতে রাখতে বললে আমি বালতির পানিতে রাখি। একটি কৌটা ভেসে উঠলে এসআই কামাল একটি লাঠি দিয়ে খোঁচা মেরে সেটিকে মাটিতে ফেলেন। এ সময় বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে আমরা আহত হই।
বোমা বিস্ফোরণে এসআই, কনষ্টেবলসহ তিনজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন সমকালকে বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।