অবৈধ অনুপ্রবেশে ভারতীয় নাগরিক আটক

ভারতীয় নাগরিক কৃষ্ণ কুমার। ছবি: সমকাল
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:১৩ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:১৫
লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাতে তাকে আটক করা হয়।
আটক ভারতীয় নাগরিকের নাম কৃষ্ণ কুমার। তিনি ভারতের বিহার রাজ্যের মধুবনী জেলার খাজুলী থানার ব্রহ্মত্র গ্রামের বাসুদেব পাসোয়ানের ছেলে।
আজ মঙ্গলবার বিকেলে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ভারতীয় যুবক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে বুধবার লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
বিজিবি জানায়, সোমবার রাতে সীমান্তের ৮৩৪ নম্বর প্রধান পিলারের ৫ নম্বর উপ-পিলারের কাছ দিয়ে প্রায় ৪০০ গজ অভ্যন্তরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘড়িয়া গ্রামে প্রবেশ করেন কৃষ্ণ কুমার। এ সময় ৬১ বিজিবি ব্যাটালিয়ন তিস্তা-২ এর ধবলসতি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে। আজ সকালে বিজিবি কৃষ্ণকে পাটগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। এর আগে তার বিরুদ্ধে মামলা হয়।