ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সুন্দরবনের খালে ভাসছিল বাঘের মরদেহ

সুন্দরবনের খালে ভাসছিল বাঘের মরদেহ

ফাইল ছবি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:২১

সুন্দরবনের খালে ভাসমান অবস্থায় একটি রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার একটি খালে মৃত বাঘটি পাওয়া যায়। মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

বাঘটির মরদেহ উদ্ধার করে বন বিভাগের কচিখালী স্টেশন কার্যালয়ে রাখা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে খুলনার বন সংরক্ষক মিহির কুমার দো জানান, বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এ জন্য প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে সমন্বয় করে একটি দল পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে জানিয়ে এ কর্মকর্তা বলেন, বাঘটি বয়স, মৃত্যুর কারণসহ অন্যান্য বিষয় বন বিভাগ অনুসন্ধান করবে।

আরও পড়ুন

×