হাতাহাতি করে পুলিশের থেকে আসামি ছিনিয়ে নিলেন স্বজনরা

ফাইল ছবি
সিরাজগঞ্জ ও তাড়াশ প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:২২ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:২৬
সিরাজগঞ্জের রায়গঞ্জে আবুল বাশার ওরফে বকুল শেখ (৪০) নামের এক পরোয়ানাভুক্ত আসামিকে হাতাহাতি করে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন স্বজনরা। সোমবার সন্ধ্যায় উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের খামারগাঁতী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুন-অর রশিদ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামি আবুল বাসার ওরফে বকুল শেখ ওই গ্রামের মৃত মগর আলীর ছেলে। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেন প্রথম স্ত্রী। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন বকুল।
আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সোমবার রাতেই রায়গঞ্জ থানার এএসআই মো. জিয়াউর রহমান বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। আসামিরা হলেন- আবুল বাশার ওরফে বকুল শেখ (৪০), মো. সেলিম হোসেন (৩২) ও মো. শরিফ (২২)। এছাড়াও অজ্ঞাতপরিচয়ে ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
জানা যায়, সোমবার সন্ধ্যায় রায়গঞ্জ থানার এএসআই মো. জিয়াউর রহমান এক কনস্টেবলকে সঙ্গে নিয়ে বকুলকে গ্রেপ্তার করতে যান। এ সময় বকুলকে গ্রেপ্তার করা মাত্রই ৭-৮ জন স্বজন তাকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে।