চোখ উপড়ে যুবককে হত্যা: স্বামী-স্ত্রী আটক

প্রতীকী ছবি
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২০:২৬
কুমিল্লার দেবিদ্বারে চোখ উপড়ে ও কান কেটে যুবককে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ব্রাক্ষণপাড়া উপজেলা থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়ারা হলেন- সালমা আক্তার ও তার স্বামী মো. ফারুক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টার দিকে সালমা আক্তারকে ব্রাক্ষণপাড়া উপজেলার শশীদল গ্রাম থেকে এবং মো. ফারুককে রাত ২টায় একই উপজেলার সিদলাই গ্রাম থেকে আটক করা হয়। তাদের আজ মঙ্গলবার দুপুরে কোর্ট হাজাতে পাঠানো হয়।
উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার পশ্চিম চণ্ডিপুর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে হুমায়ূন কবিরকে (৪০) হত্যার পর দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ সময় তার একটি চোখ উপড়ে ফেলা হয় এবং একটি কানের অংশ বিশেষ কেটে ফেলা হয়। পর দিন সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মো. মাসুদ জানান, বাদীর দেওয়া তথ্যের ভিত্তিতে সালমা আক্তার ও তার স্বামী মো. ফারুককে আটক করা হয়েছে।
- বিষয় :
- কুমিল্লা
- হত্যা মামলা
- আটক