আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যের সাড়ে ৭ বছর কারাদণ্ড

ছবি- সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:২৯
ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. সালাউদ্দিন ওরফে ক্ষণিকের মুসাফির নামে এক যুবকের সাড়ে ৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন।
সালাউদ্দিন সালথা উপজেলার রামকান্তপুর এলাকার জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় সে আদালতে হাজির ছিল। পরে পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে নেওয়া হয়।
কোর্ট পুলিশের পরিদর্শক আবুল খায়ের জানান, ২০২০ সালের ১৯ আগস্ট ফরিদপুরের নগরকান্দা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার পৃথক দুটি ধারায় এ রায় ঘোষণা করেছেন আদালত।
২০২০ সালের ১৮ আগস্ট নগরকান্দা উপজেলার মাঝিকান্দা এলাকা থেকে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। পরদিন তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯, ১০, ১১ ও ১৩ ধারায় মামলা করেন এটিইউর ইনভেস্টিগেশন অ্যান্ড প্রসিকিউশন উইংয়ের উপপরিদর্শক (এসআই) জিসান আহমেদ।