ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

ছবি- সমকাল

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:৪৪

সাভারে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে তার স্বামী কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিবেশীরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে।

মঙ্গলবার বিকেলে সাভার পৌর এলাকার রাজাবাড়ি প্রাইমারি স্কুল-সংলগ্ন আবদুল মজিদ খানের বাড়ির ষষ্ঠ তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

পুলিশ অভিযুক্ত হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে এবং নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

গ্রেপ্তার হাফিজুর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার অলংকারপুর গ্রামের বাসিন্দা। সে স্থানীয় জে কে গ্রুপের তৈরি পোশাক কারখানায় নিটিং অপারেটর হিসেবে কাজ করে। তার স্ত্রী কহিনুর বেগম কুড়িগ্রাম এলাকার বাসিন্দা। হাফিজুর তার দ্বিতীয় স্বামী। তারা প্রেম করে বিয়ে করে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে বসবাস করছিল।

গ্রেপ্তার হাফিজুরের ভাষ্য, সে সারাদিন কারখানায় কাজ করলেও তার স্ত্রী বাসায় থেকে বাইরের মেয়ে এনে অনৈতিক কাজ করত। এতে বাধা দিলেই তার সঙ্গে ঝগড়া করত। এ নিয়ে মাঝে মধ্যেই তাদের ঝগড়া বিবাদ হতো। মঙ্গলবার বিকেলে এ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কহিনুর গলা চেপে ধরলে সে বাঁচার জন্য পাশে থাকা ছুরি দিয়ে তার গলায় আঘাত করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। কহিনুর মারা গেলে লাশটি গুম করার জন্য টয়লেটে লুকিয়ে রাখার চেষ্টা করে সে। প্রতিবেশীদের জেরার মুখে সে ঘটনা খুলে বলে। এর পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার স্বামীর বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আরও পড়ুন

×