কেএনএফ’র হুমকি, বান্দরবানের ৩ উপজেলায় যান চলাচল বন্ধ

ছবি: সমকাল
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:২৩
পাহাড়ে নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) হুমকির মুখে বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
আজ রোববার সকালে এই তিন উপজেলায় যান চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, কেএনএফের পূর্বঘোষিত হুমকি সত্ত্বেও আজ যান চলাচল বন্ধ না রাখায় রুমায় পরিবহন লাইনম্যান লুফু মারমার ওপর হামলা হয়। এ কারণে থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে।