ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

মদনে গাড়িচাপায় কলেজছাত্রী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

মদনে গাড়িচাপায় কলেজছাত্রী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

কলেজছাত্রী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ছবি: সমকাল

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:০০

নেত্রকোণার মদনে পল্লী বিদ্যুতের বেপরোয়া গতির গাড়িচাপায় লাকি আক্তার (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে। আজ রোববার সকালে মদন-খালিয়াজুরী সড়কে গোবিন্দশ্রী গ্রামের সুজন বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়িচালক আনারুল হককে আটক করেছে পুলিশ।

লাকি আক্তার উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বারগড়িয়া গ্রামের আব্দুল হাই তালুকদারের মেয়ে। সে মদন সরকারী হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। 

এদিকে খবর পেয়ে দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা স্থগিত করে কলেজ কর্তৃপক্ষ। সহপাঠী নিহত হওয়ায় শিক্ষার্থীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রতিবাদ মিছিল শুরু করে পৌরসভার চৌরাস্তা মোড়ে অবরোধ কর্মসূচি ঘোষণা দেয়। বিচারের দাবিতে প্রায় ঘণ্টাব্যাপী অবরোধে পৌর সদরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আলম মিয়া, ওসি উজ্জ্বল কান্তি সরকার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষর্থীরা।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, দ্বাদশ শ্রেণির চলমান নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে সকালে বাড়ি থেকে বের হয় লাকি আক্তার। কলেজে আসার সময় সুজন বাজারে সহপাঠীদের জন্য অপেক্ষা করছিল সে। ওই সময় পল্লী বিদ্যুতের পিলার পরিবহনকারী একটি ট্রলি ভ্যান ওই কলেজছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×