পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে ১১ শিক্ষককে অব্যাহতি
৫ পরীক্ষার্থী বহিষ্কার

ফাইল ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:৩০
বগুড়ার শিবগঞ্জে চলমান এসএসসি পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্নপত্র কেন্দ্রের বাইরে পাঠিয়ে উত্তর সংগ্রহে সহায়তা করায় ১১ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ অভিযোগে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় উপজেলার গুজিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- উপজেলার অভিরামপুর উচ্চ বিদ্যালয়ের পলাশ চন্দ্র রায়, ভরিয়া উচ্চ বিদ্যালয়ের আয়শা সিতারা ও আব্দুল হাকিম, চন্ডিহারা বালিকা উচ্চ বিদ্যালয়ের কামরুল ইসলাম ও হাবিবা বেগম, দেউলী জহুরা বালিকা উচ্চ বিদ্যালয়ের শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও অঞ্জলী রানী রায়, গাংনগর উচ্চ বিদ্যালয়ের উজ্জ্বল কুমার ও আব্দুস সামাদ এবং মোকামতলা উচ্চ বিদ্যালয়ের মফিজুল ইসলাম।
শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান বলেন, পরীক্ষা চলাকালে বহিষ্কৃত শিক্ষার্থীরা কক্ষ পরিদর্শকের সহযোগিতায় স্মার্টফোনের মাধ্যমে প্রশ্নপত্রের ছবি তুলে উত্তরপত্রের জন্য কেন্দ্রের বাইরে পাঠিয়ে দেয়। উত্তরপত্র পরীক্ষার হলে সরবরাহও করা হয়।